
২০২৩-২৪ বর্ষে শিক্ষার্থীদের পুনরায় ভর্তির সুযোগ দিলো ইবি
শিক্ষা ডেস্ক :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক প্রথম বর্ষ (২০২৩-২৪) গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ফলে গত ১৬ অক্টোবর পর্যন্ত যারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে তাদেরকে আগামী ২৩ অক্টোবর ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং উপ রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভাগপ্রাপ্ত ও প্রাথমিক ভর্তি নিশ্চয়নকারী যে সকল শিক্ষার্থী গত ০৭-১০-২০২৪ তারিখ হতে ০৯-১০-২০২৪ তারিখ এবং ১৬.১০.২০২৪ তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে সে সকল শিক্ষার্থীদের আগামী ২৩.১০.২০২৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্নোক্ত তফসিল অনুযায়ী চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।