
নিজেদের উল্লাসের মাঝে প্রতিপক্ষের মৃত্যু কামনা করে স্লোগান
খেলাধুলা ডেস্ক:
রাফিনিয়ার হ্যাটট্রিকে উল্লাস করার আগে ভিনিসিয়ুসের মৃত্যু কামনা করেছে বার্সেলোনা সমর্থকেরা।
গতকাল চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত সময় কাটিয়েছে বার্সেলোনা। গত ৯ বছরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে টানা ছয় ম্যাচ হেরেছে তারা। সে ৬ ম্যাচে ২২ গোল খেয়েছে, আছে ৮-২ গোলের লজ্জার এক রেকর্ড। সেই বায়ার্নকে গতকাল ঘরের মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
বার্সেলোনার এমন দুর্দান্ত জয়ে মূল ভূমিকা রেখেছেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান উইঙ্গার হ্যাটট্রিক করেছেন কাল। এদিকে ম্যাচের আগেই আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের মৃত্যু কামনা করে স্লোগান দিয়েছেন বার্সেলোনা সমর্থকেরা।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে ঘটেছে এই ঘটনা। স্পেনে ভিনিসিয়ুস জুনিয়রের বিপক্ষে বর্ণবাদী আচরণ করে শাস্তি পাওয়ার ঘটনা ঘটেছে। গত মৌসুমে বার্সেলোনার সমর্থকদের কিছু অংশকে দেখা গেছে ভিনিসিয়ুসকে বানর বলে গালি দিতে। বিশ্বের অধিকাংশ দেশেই বর্ণবাদী গালি হিসেবে বানর ডাকা হয়।
গতকাল বায়ার্নের ম্যাচের আগে এল কনফিদেনশিয়ালের সাংবাদিক আলবের্ত ওরতেগা একটি ভিডিও শেয়ার করেন তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে, সেখানে বার্সেলোনা সমর্থকদের কাণ্ড করে শেয়ার লিখে দেন, ‘চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ ম্যাচের আগে বার্সেলোনা সমর্থকেরা “ভিনিসিয়ুস মর” “ভিনিসিয়ুস মর” বলে স্লোগান দিচ্ছে।’ গত মৌসুমেও নাপোলির বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতার ম্যাচের আগে ভিনিসিয়ুসের মৃত্যু কামনা করেছেন বার্সেলোনা সমর্থকেরা।
এদিকে গত পরশু রাতেই হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস। এই ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে ডর্টমুন্ডকে ৫-২ গোলে হারিয়েছে রেয়াল মাদ্রিদ। আগামী শনিবার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই দল। তার আগে ভিনিসিয়ুসের মনোযোগ মাঠের বাইরে সরানোর চেষ্টা বলে মনে করছেন অনেকে।
দেখা যাক, শনিবার বার্সেলোনা সমর্থকদের ইচ্ছা পূর্ণ হবে নাকি, এই স্লোগান থেকে শক্তি খুঁজে নিয়ে উলটো শোধ তুলতে পারবেন এবারের বালন দ’র জয়ের খুব কাছাকাছি থাকা ভিনিসিয়ুস।