
হিজবুল্লাহর অস্ত্র কারখানায় রাতভর ইসরাইলের বিমান হামলা
লেবাননের বৈরুতে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কারখানায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সামরিক বাহিনীর বরাতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
আন্তর্জাতিক ডেস্ক
লেবাননজুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ফাইল ছবি (রয়টার্স)
ইসরাইলি সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ বৈরুতের দাহিয়েহতে রাতভর হামলা চালিয়ে হিজবুল্লাহর বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্রে আঘাত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, রাতভর ইসরাইলি বিমান বাহিনী দাহিয়েহ এলাকায় ‘সন্ত্রাসী সংগঠন’ হিজবুল্লাহর অন্তর্গত বেশ কয়েকটি অস্ত্রের স্টোরেজ এবং উৎপাদন কেন্দ্রে গোয়েন্দা-ভিত্তিক হামলা চালিয়েছে।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাতভর চালানো ইসরাইলের ১৭টি বিমান হামলায় ছয়টি ভবন মাটির সঙ্গে মিশে গেছে।
এছাড়া দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হাতে তিন লেবানিজ সেনা প্রাণ হারিয়েছেন। লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ বিনতে জেবিলে ইসরাইলি অভিযানে নিহত তিন সেনার মধ্যে একজন লেবানিজ কর্মকর্তাও ছিলেন।
গত ২৭ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দফতরে ইসরাইলি হামলায় গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। পরের দিন ২৮ সেপ্টেম্বর হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
অবশ্য প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরাইলি সেনারা। সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের ‘মূল ক্ষেত্র’ লেবাননে সরিয়ে নেয়ার কথা জানায় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও পরিচালনা করছে ইসরাইলি সেনারা।