
নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শান্ত সরকার(২৪) হত্যা মামলার প্রধান আসামী আসাদ ফকিরকে(৪০) দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
গতকাল ২৩এপ্রিল বুধবার দাউদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাঝিপাড়া এলাকায় আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দাউদপুর ইউপি সাবেক সদস্য বেলায়েত হোসেন আকন্দ।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব আলম ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মকিব হোসেন, শান্ত সরকারের পিতা জসিম উদ্দিন সরকার, মা কোহিনুর বেগম, সমাজ সেবক শাহীন সরকার, যুবদল নেতা আব্দুল হাকিম ফকির ও মামলার বাদী ছালাউদ্দিন সরকার।
সভায় বক্তারা বলেন, যুবদল নেতা শান্ত সরকারের হত্যা মামলার প্রধান আসামী ও দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির দলীয় প্রভাব দেখিয়ে মামলাকে ভিন্নখানে প্রবাহিত করছে। আসামীরা বাদী ও শান্ত সরকারের পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। হত্যা মামলার প্রধান আসামী আসাদ ফকিরকে দলীয় পদ থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় মামলা পরিচালনায় বাধাগ্রস্থ হবে।
বক্তারা আরো বলেন, গত ১৯মার্চ রূপগঞ্জের চনপাড়ায় আধিপত্য বিস্তারে দুই পক্ষের গুলি বিনিময়ে অটোচালক হাসিব মিয়া হত্যা মামলার আসামী রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামিম মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। গত ২৪ডিসেম্বর রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া হত্যা মামলার আসামী কাঞ্চন পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ মিয়া, সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভুঁইয়া, পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক দোলন খাঁন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিমকে বহিষ্কার করা হয়। তবে যুবদল নেতা শান্ত সরকারের হত্যা মামলার প্রধান আসামী আসাদ ফকিরকে কেন বহিষ্কার করা হচ্ছে না।
উল্লেখ্য গত ১১এপ্রিল দাউদপুরের জিন্দা এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে হিরনাল আলহাদী শাহ মাজারের পাশে শান্ত সরকার সন্ত্রাসীদের কবলে পড়ে। গত ২১এপ্রিল সোমবার শান্ত সরকারের মৃত্যু হয়। এ ব্যাপারে শান্ত সরকারের চাচা ছালাউদ্দিন সরকার বাদী হয়ে ১৮জনকে নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, শান্ত সরকারের হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালীই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)