শরীয়তপুরের জাজিরা উপজেলার কামরুল চোকদার (২২) হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে জাজিরা উপজেলার বি.কে নগর ইউনিয়নের আনন্দ বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এতে অংশ নেন নিহতের স্বজন, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী। এ মানববন্ধনে অংশগ্রহণকারী বি.কে নগর নতুন বাজার থেকে একটি মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দবাজারে এসে অবস্থান নেয়।
নিহত কামরুলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় খুনের সাথে জড়িত রয়েছে মৃত কামরুল চোকদারের বন্ধু সিয়াম সরদার (২৩), সিয়াম জাজিরা উপজেলার টুমচর গ্রামের আব্দুল সরদারের ছেলে।
বক্তারা বলেন, হত্যাকান্ডের মূল আসামী সিয়াম সরদার ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, এক মাস আগে কামরুলের কাছ থেকে সিয়াম সরদার বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা ধার নেয়। ধারের টাকা সময় মতো ফেরত না পেয়ে স্থানীয় মাদবরদের কাছে বিচার দেন কামরুল। এরপর মাদবররা সিয়ামকে টাকা ফেরতের নির্দেশ দিলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত বুধবার বিকেলে ‘টাকা ফেরত দেবে’ এমন কথা বলে কামরুলকে বাড়ি থেকে ডেকে নেয় সিয়াম ও তার সহযোগীরা। এরপর থেকে কামরুল নিখোঁজ ছিলেন। পরে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেমতলা ব্রিজের পাশ থেকে কামরুল চোকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ।