টাইমস অব ইসরায়েল জানায়- ইসরায়েলের গাজায় সামরিক অভিযানের প্রতিবাদে হাজারো মানুষ তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা নিহত শিশুদের ছবি বহন করেন এবং রক্তের প্রতীক হিসেবে রঙিন ইসরায়েলি পতাকা ওড়ান।
বিক্ষোভে উপস্থিত হয়ে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের সাবেক প্রধান অ্যামি আয়ালন জনগণকে আহ্বান জানান "নির্বিচার নাগরিক বিদ্রোহে" অংশ নিতে। তিনি বলেন, “প্রতিটি নাগরিকের নাগরিক দায়িত্ব হলো শান্তিপূর্ণ বিদ্রোহে অংশ নেওয়া।”
আয়ালন আরও অভিযোগ করেন, সরকারের নির্দেশে প্রতিবাদীদের নজরদারিতে রাখা হচ্ছে, যা বর্তমানে শিন বেত প্রধান রোনেন বার-এরও উদ্বেগের কারণ। উল্লেখ্য, বার ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছে বলেও বিভিন্ন সূত্র জানায়।
আয়ালন বলেন, “আমরা ইসরায়েলের ইহুদি-গণতান্ত্রিক পরিচয় রক্ষার জন্য লড়াই করছি, যা আমাদের স্বাধীনতার ঘোষণায় বর্ণিত হয়েছে।”
হারেৎজ পত্রিকার খবরে বলা হয়েছে, শনিবার দুইটি ভিন্ন আন্দোলনকারী দল তেল আবিবে প্রতিবাদে অংশ নেয়—একটি দল ইসরায়েলি গণতন্ত্রে নেতানিয়াহুর হস্তক্ষেপের বিরুদ্ধে এবং অন্য দল গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবিতে।
টাইমস অব ইসরায়েল জানায়, প্রতিবাদকারীরা প্রথমে পৃথকভাবে তেল আবিবের ভিন্ন ভিন্ন স্কয়ারে জড়ো হন এবং পরে প্রতি সপ্তাহের মতো বেগিন রোডে একত্রিত হন।