শরীয়তপুরের সখিপুরে আশ্রাফ বেপারী কান্দি গ্রামে বজ্রপাতে সোহরাব বেপারীর স্ত্রী সেফালী বেগম (৪৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে বজ্রসহ বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে শেফালী বেগম মাঠে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই এলাকার শাহীন বেপারি জানান, বজ্রপাতের শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে সেফালী বেগমকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে যান নিহতের পরিবার ও স্থানীয় প্রশাসন।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতের আঘাতেই তার মৃত্যু হয়েছে। মৃত্যু নিশ্চিত করার জন্য পরিবারের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে, বজ্রপাতের এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবিষয়ে সচেতন মহল ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে কাজ না করার আহ্বান জানিয়েছেন।