পদ্মায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ৩ জনকে কারাদণ্ড।
সুইটি আক্তার মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে কাঁঠাল বাড়ি ও চরজানাজাত এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, ১,আব্দুর রাজ্জাক(৬০), পিতা: মৃত মজিদ হাওলাদার, গ্রাম: চর কাকৈর, শিবচর ২.আব্দুল খালেক বেপারী (৪০) , পিতা: মৃত আফছার বেপারী, গ্রাম: খেজুরবাড়ী, থানা: বানারীপাড়া, জেলা: বরিশাল ৩ মোঃ লিটন বেপারী(৪৭),পিতা: মৃত হাকিম বেপারী, গ্রাম: খেজুরবাড়ি থানা: বানারীপাড়া, জেলা: বরিশাল
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন আব্দুল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন,, সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ আব্দুল মালেক, এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কৃত একটি ড্রেজার মেশিনে থাক ৩ শ্রমিককে আটক করে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত, সহযোগিতায় পুলিশের একটি টিম সাথে ছিলো।
শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন আব্দুল্লাহ বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা
আইনে ২০১০( সংশোধিত ২০২৩) এর ধারায় ৩ জনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও কয়েকটি জায়গায়ও অভিযান চালানো হয়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।