ইরানের উপর ইসরাইলি হামলার পরে যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র
ইরানে ইসরাইলের হামলার পরে মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে বিবৃতি দেয়া হয়েছে। এতে ইসরাইলের প্রতি ‘দৃঢ় প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রয়টার্সের ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার (২৬ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এ বিবৃতি জারি করা হয়। খবর আলজাজিরার।
বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলের সঙ্গে ইরানে হামলার বিষয়ে ‘আপডেট পেতে’ কথা বলেছেন। সেইসঙ্গে ইসরাইলের নিরাপত্তা এবং আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করছে পেন্টাগন।এতে আরও বলা হয়, ‘ইরান এবং সন্ত্রাসী বাহিনীর’ হুমকির মুখে মার্কিন কর্মীদের এবং ইসরাইল ও এই অঞ্চলজুড়ে অংশীদারদের রক্ষা করার চেষ্ট জোরদার করবে যুক্তরাষ্ট্র।
ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার স্থানীয় সময় ভোর রাতে রাজধানী তেহরান ও কারাজ শহরে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, থেমে থেমে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় শহরগুলোতে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইরানের হামলার পাল্টা জবাব দিতেই এ হামলা। ইরানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছেন তারা।
তবে আক্রমণ প্রতিহতের দাবি করেছে তেহরান। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, সামরিক ঘাঁটিগুলোতে কোনো ধরণের বিস্ফোরণ হয়নি। এরইমধ্যে দেশটির প্রতিরক্ষা বাহিনী চারদিক থেকে নিরাপত্তা বলয় তৈরি করেছে বলেও জানায় সংস্থাটি। এ ছাড়া স্বাভাবিক রয়েছে দেশটির আন্তর্জাতিক বিমান বন্দরের বিমান চলাচল।
চলতি মাসের শুরুতে ইসরাইলে চালানো ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এই পাল্টা আক্রমণ বলে জানিয়েছে তেল আবিব।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়েই এই হামলা চালাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের একাধিক গণমাধ্যমের তথ্যমতে, ইরানে হামলা চালানোর বিষয়টি সরাসরি পরিচালনা করছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।