মেজর লিগ সকারে অন্য দলগুলোর মোট খরচের চেয়েও বেশি বেতন মেসির
মেসির বদৌলতে দলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবলের হালচাল। বলতে গেলে এখন দুনিয়াজুড়া খ্যাতি মেজর লিগ সকারের। এই দৃশ্যের বিপরীতে দুই হাত খুলে খরচ করতে হচ্ছে ডেভিড বেকহ্যামকে। মেসি আয় করছেন চতুর্দিক থেকে।
খেলাধুলা ডেস্ক :
গত বছর দলবদলের পর ইন্টার মায়ামি থেকে মাসে ১২ মিলিয়ন ডলার করে বেতন পাচ্ছেন মেসি। ভাতা বাবদ পান ২০.৪ মিলিয়ন ডলার। সব মিলিয়ে টাকায় অঙ্কটায় দাঁড়ায় প্রায় ৩৮৮ কোটির বেশি। এর মধ্যে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত টাকা ও পারফরম্যান্স বোনাসের উল্লেখ নেই। সেই টাকা যোগ করলে মেসির বেতন আরও বেশিই হবে।
অন্যসব প্লেয়ারদের জন্য মায়ামিকে মাসে খরচ করতে হয় মোটে ১০৯ কোটি টাকা।
মায়ামি ছাড়া মেজর লিগ সকারের ২২টি দলের কেউই মেসির বেতনের সমপরিমাণ খরচ করে না। টরন্টোকে মাসে ৩৮০ কোটি, লস অ্যাঞ্জেলস এফসিকে ২৬৪ কোটি, এলএ গ্যালাক্সিকে ২৬৩ কোটি টাকা বেতন দিতে হয়। খুব কাছেই রয়েছে নাশভিল, সিনসিনাটি ও হিউস্টন। এই তিন ক্লাবকে মাসে যথাক্রমে ২৫২ কোটি, ২৫১ কোটি ও ২৪৫ কোটি টাকা খরচ করতে হয়।
মেজর লিগ সকারে সবচেয়ে কম বাজেট মন্ট্রিয়লের। তাদের মাসে ফুটবলারদের বেতনের জন্য মোট ১৩৬ কোটি টাকা খরচ হয়। মাসে ফিলাডেলফিয়ার ১৬৫ কোটি ও কলোরাডোর ১৭২ কোটি টাকা খরচ হয়।
সূত্র: এপি