গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা ফুটওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ বোঝাই একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ (২১ জুন) বেলা ১১টা ৩০ মিনিটে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব আমিনুল ইসলাম, বিপিএম-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে নেত্রকোনার কলমাকান্দা থেকে ঢাকাগামী একটি মাহিন্দ্র বলেরো কাভার্ডভ্যান (রেজি: ঢাকা মেট্রো-ন-২১-০০৭৬) জৈনা ফুটওভার ব্রিজের নিচে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানের ভিতর থাকা চারটি প্লাস্টিক বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা।
এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মোঃ ইমরান হোসেন (২৪) ও হেলপার মোঃ আরিফ হোসেন বাপ্পিকে (২৪) ঘটনাস্থল থেকে আটক করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য শ্রীপুর থানাধীন মাওনা এলাকার জনৈক তাজুল ইসলামের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে তাজুল ইসলাম পালিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ)/৪১ ধারায় মামলা (নং-৪৫, তারিখ: ২১/০৬/২০২৫) রুজু করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।