মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী দক্ষিণ পাড়া এলাকায় বাধন সরকার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার পিতা- বাবুলাল সরকারের ছেলে। সে তরফপুর ইউনিয়নের পাথর ঘাটা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একজন ছাত্র ছিলেন। বাধন সরকার ৬ ভাই বোনের মধ্যে ছোট এবং একমাত্র ছেলে ছিল।
তথ্য মতে জানা যায় যে, বাধন সরকার শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের পর থেকেই নিখোঁজ হন। অনেক খোজাখুজির পর শনিবার (২৬ অক্টোবর) সকাল আনুমানিক ১০ টার সময় তার নিজ বাড়ির দক্ষিণ পাশে একটি কাঠাল গাছের ডালে নিহতের লাশ ঝুলতে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা ও পুলিশ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি।
এব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দুলাল আকন্দ দৈনিক গ্লোবাল ন্যাশন পত্রিকাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।