মো: মোয়াজ্জেম হোসেন, বিশেষ প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছেন । পাশাপাশি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। এ সময় সিরিয়ার উদাহরণ টেনে তিনি জানান, ইরানের ক্ষেত্রেও একই ধরনের ইতিবাচক পরিবর্তনের আশা করছেন তিনি।
ট্রাম্প বলেন, "ইরানকে পুনর্গঠনের একটি সুযোগ দেওয়ার জন্য আমি সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারব। অতীতের মতো ‘আমেরিকার মৃত্যু হোক’, ‘ইসরায়েলের মৃত্যু হোক’— এসব স্লোগান না দিয়ে শান্তিপূর্ণভাবে এগিয়ে আসলে সেটা বিশ্বের জন্য মঙ্গলজনক হবে।"
তিনি আরও বলেন, “ইরান আর ‘মধ্যপ্রাচ্যের দাঙ্গাবাজ’ হিসেবে থাকতে পারবে না। ইরান দারুণ সম্ভাবনাময় একটি দেশ। তাদের তেল শক্তি আছে এবং তাদের মহান, বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষ আছে।” আলোচনার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আলোচনার অনুরোধ পাননি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় সরকারবিরোধী তীব্র আন্দোলনের মুখে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটে। এরপর তিনি রাশিয়ায় পালিয়ে যান এবং নতুন একটি সরকার ক্ষমতায় আসে। এর পরপরই যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেওয়া মার্কিন বিমান বাহিনীর পাইলটদেরও প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: বিবিসি বাংলা