সারাদেশে চলমান চাঁদাবাজি, খুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এক বিশাল মানববন্ধনের আহ্বান জানিয়েছে। আগামী ১২ জুলাই (শনিবার) বিকেলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচির আহ্বান জানিয়েছেন শরীয়তপুর জেলা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আল নাজির। তিনি এক বিবৃতিতে জানান, দেশে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। চাঁদাবাজি, খুন, সন্ত্রাস ও নৈরাজ্য যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, “এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারের কাছে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাবো। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত অপরাধ, বিশেষ করে শিক্ষার্থীদের টার্গেট করে সংঘটিত অপরাধের বিচার দাবিও জানানো হবে।”
উল্লেখ্য, এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থী ও প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
মানববন্ধন সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মানববন্ধনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের সহযোগিতাও চাওয়া হয়েছে।
সারাদেশে চলমান চাঁদাবাজি, খুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
চাঁদাবাজ চক্র, সন্ত্রাসী গোষ্ঠী ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিরুদ্ধে এই মানববন্ধনের প্রধান দাবি।
চাঁদাবাজ ও খুনিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক। দেশজুড়ে চলমান নৈরাজ্য বন্ধ করা হোক।
এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল বিকাল ৪ টায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
সকল সচেতন নাগরিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্য, ছাত্র, যুব ও জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো যাচ্ছে।
আসুন, অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়াই।
নিরবতা নয়—প্রতিবাদই হোক আমাদের পথ।