মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি আয়োজিত, মানিকগঞ্জ জেলা পর্যায় ফুটবল একাডেমি খেলা পরিচালিত হয় সেই খেলার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠািত হয়, ঢাকা আরিচা মহাসড়কের সাথে ঘেড়া জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি : জনাব মো মফিজুর রহমান ( জি এম এবং চিফ ফিনানসিয়াল অফিসার, বিএনও লুব্রিকেন্ট), উদ্বোধক: জনাব ওমর সানি (চিত্রনায়ক) বিষয় অতিথি : এডভোকেট মো : আওলাদ হোসেন, মোশাররফ হোসেন, ওসমান গনী, এম জহিরুল ইসলাম, ভূঁইয়া মো : আহাদুজ্জামান, সৈয়দ আবুবকর সিদ্দিক, মো আবদুল্লাহ আলহাজ্ব, মো : আতাহার উদ্দিন, মো : রবিউল ইসলাম রানা।এছাড়াও জাগীর ইউনিয়ন পরিষদের মাঠ কমিটি, জনাব মো : ছানোয়ার হোসেন, মো : ফেরদৌস আলী, মো : আসলাম খান, মো : শরিফ হোসেন, মো : আলী হোসেন, মো : শাওন হোসেন, মো : সাইফুল ইসলাম সহ এলাকার মানুষ।
খেলায় অংশ গ্রহণ করা দুটি দল হলো ১)গোবিন্দল ফুটবল একাডেমি ( সিংগার) ও ২) জয়মন্টব ফুটবল একাডেমি ( সিংগার)
খেলায় সভাপতিত্ব করেন আশরাফুল ইসলাম রানা ( সভাপতি মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি ও সাবেক অধিনায়ক ও গোলকিপার জাতীয় দল বাংলাদেশ) শুভেচ্ছা তাপস শিকদার ( সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি)
উক্ত খেলায় গোবিন্দন ফুটবল একাডেমি ০২ - - ০ গোলে হারায় জয়মন্টব ফুটবল একাডেমিকে।
খেলা পরিশেষে ছোট একটা পুরুষ্কার, ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন, শাহরিয়ার টুটুল ( নুরুল ইসলাম এগ্রো গার্ডেন)
প্রায় ১৫০০ দর্শক এই খেলা টি উপভোগ করেন।