যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সুইটি আক্তার মাদারীপুর।
মাদারীপুর জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা - র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরানবাজার মেলবোর্ন প্ল্যাজার সামনে এসের্্যালিটি শেষ হয়।
শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সর্দার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. উজ্জল আলম, কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুর হোসেন সুমন, জেলা ছাত্রনেতা খন্দকার মুমিন, মিজান মুফতি, সদর উপজেলা কৃষকদল আলাউদ্দিন চৌধুরী, বালিগ্রাম মহিলাদল নেতা রেনু বেগমসহ প্রমুখ।
এছাড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আগত অসহায়-দুঃস্থ, হতদরিদ্র -পরিবারের সদস্যের মাঝে দেওয়া হয়,বিনামূল্যে চিকিৎসা সেবা।