পুঠিয়ায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ কর্তৃক, ঢাকাসহ সারাদেশে লগি-বৈঠার মাধ্যমে ২০০৬ সালের ২৮/অক্টোবর নৃশংস ও ভয়াবহ ভাবে দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে হত্যার প্রতিবাদেএক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (২৮/১০/২৪ খ্রি.) বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলাম পুঠিয়া উপজেলা শাখার উদ্যোগে, পুঠিয়া পরেশ নারায়ণ উচ্চ বিদ্যালয় (পিএন স্কুল) মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার আমির মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা পূর্ব, সূরা সদস্য হাফেজ মো: হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, অধ্যাপক মিনহাজুল ইসলাম, সূরা ও কর্ম পরিষদ সদস্য, রাজশাহী জেলা পূর্বসহ স্থানীয় বক্তাগন।
প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ স্থানীয় বক্তাগণ তাদের বক্তব্যের ভাষায় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তাদের উপর যে বিভিন্ন প্রকার নির্যাতন করা হয়েছে সে বিষয়ে বর্ণনাসহ শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ কর্তৃক, ঢাকাসহ সারাদেশে লগি-বৈঠার মাধ্যমে ২৮/অক্টোবর ২০০৬ সালে নৃশংস ও ভয়াবহ ভাবে বাংলাদেশ জামায়াত ইসলামি, শিবিরের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান এবং বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের একত্রিত হয়ে আরো সাংগঠনিক জোরদার, আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য নেতাকর্মীদের প্রতি জোর আহ্বান জানান এবং এই পর্যন্ত জামাত সহ সহযোগী সংগঠনের যে সব নেতাকর্মী শাহাদাত বরণ করেছে তাহাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ করেন।