ছেলেদের বর্ষসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ, নারী বিভাগে বার্সেলোনা
পুরো মৌসুমজুড়েই দারুণ খেলেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে জিতেছে লা লিগার শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও গেছে তাদের ঘরেই।
বর্ষসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ, নারী বিভাগে বর্ষসেরা ক্লাব বার্সেলোনা। ছবি: রয়টার্স
খেলাধুলা ডেস্ক :
রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র পাচ্ছেন না ব্যালন ডি’অর পুরস্কার, এমনটাই মনে করেন স্প্যানিশ ক্লাবটি। আর এমন খবর পাওয়ার পরই অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। যে কারণে ক্লাবটির কেউই এই অনুষ্ঠানে আসেননি। অনুষ্ঠানে কেউ না থাকলেও তারাই হয়েছেন বর্ষসেরা ক্লাব।
বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা এবং নারী দলের তারকা অ্যালেক্সিস পুতেয়াস প্রথমে উঠেছিলেন মঞ্চে। এরপর এলেন বাকিরাও।
অন্যদিকে নারী বিভাগে বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে বার্সেলোনা। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে বার্সেলোনা মেয়েদের দল। গত বছর পুরস্কারটির অভিষেকেও বার্সাই জিতেছিল।