হোয়াইট হাউস ছেড়ে আসা আমার ঠিক হয়নি: ট্রাম্প
আগের নির্বাচনের পর নিজের হোয়াইট হাউস ছেড়ে আসা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ নভেম্বরের ঠিক আগ মুহূর্তে এমন মন্তব্য করলেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক
স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) পেনসিলভানিয়ায় শেষ মুহূর্তের প্রচারে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প এ কথা বলেন। মার্কিন প্রধান সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পেনসিলভানিয়ায় বক্তব্য দেয়ার সময় ২০২০ সালের নির্বাচনের স্মৃতিচারণ করেন ট্রাম্প।
তিনি বলেন, আমি যেদিন দায়িত্ব ছাড়লাম, সেদিন পর্যন্ত আমাদের দেশের ইতিহাসে সীমান্ত সবচেয়ে নিরাপদ ছিল। আমার (হোয়াইট হাউস) ছাড়াই উচিত হয়নি। আমরা খুব ভালো কাজ করেছিলাম।
প্রসঙ্গত, ২০২০ সালের ওই নির্বাচনে ভোট কারচুপি করে ফল পাল্টে দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে এ নিয়ে দাঙ্গারও সৃষ্টি হয়।
এদিকে, কমলা হ্যারিস নির্বাচনে জিতলে সীমান্ত খুলে দেবেন; যাতে অভিবাসী, সংঘবদ্ধ গ্যাং ও অপরাধীরা অনুপ্রবেশ করতে পারে বলেও অভিযোগ করেছেন রিপাবলিকান এই প্রার্থী।
নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কিনস্টনে রিপাবলিকান পার্টির এক সমাবেশে ট্রাম্প বলেছেন, কমলা যা বলেন তার সবই মিথ্যা। তার কোনো রূপকল্প নেই, কোনো মতাদর্শ নেই এবং কোনো সমাধান নেই। তিনি শুধু বলতে পারেন, ডোনাল্ড ট্রাম্প এটা করেছেন, ডোনাল্ড ট্রাম্প সেটা করেছেন।