লুণ্ঠিত অর্থ উদ্ধার ও বিশেষ আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি : অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ
রতন আলী মোড়ল: বিশেষ প্রতিবেদক
অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান ও লুণ্ঠিত অর্থ উদ্ধার করতে মানববন্ধন কর্মসূচি পালন। দূর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে এবং লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো বিনা সুদে পুঁজি নেব। অসহায় ও বেকার মুক্তি বাংলাদেশ চাই। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আ.ব.ম. মোস্তফা আমীনের উদ্যোগ সাড়াদেশে ব্যাপী মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে সাড়া দেশের ন্যায় শরীয়তপুরেও মানববন্ধন কর্মসূচি পালন করেন অহিংসরা জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক মোসা: হাছিনা বেগমের নেতৃত্ব মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এসময় তিনি বলেন সরকারি রাজস্ব ভ্যাট ট্যাক্স আদায় করা কোটি কোটি টাকা ক্ষমাতা হারানো একটা হায়নার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করে আসছে।
এসময় মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন তিনশত অহিংস সাধারণ মানুষ। অহিংস গণঅভ্যুত্থান শরীয়তপুর জেলা কমিটির মহাসচিব মো: রাজিব মাহমুদ বলেন আওয়ামীলীগের সরকারের আমলে অবৈধভাবে দেশের টাকা পাচার করা হয়েছে। আমাদের দাবি দেশের টাকা দেশে ফেরত চাই এবং বেকার মুক্ত বাংলাদেশ চাই আমার মানববন্ধন কর্মসূচি পালন করছি আমাদের লক্ষ আদায়ে আমার ঐক্যবদ্ধ মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন অসহায় দারিদ্র্য মানুষের মাঝে বিনা সুদে পুঁজি দেওয়া হোক যাতে গরীব অসহায় মানুষ গুলোর জীবনযাত্রার মান উন্নত হয় এবং সচ্ছলতা ফিরে আসে।
এসময় মানববন্ধন কর্মসূচিতে আরও অংশ গ্রহন করেন
পালের ইউনিয়ন আহবায়ক মো:ইউনুস বড় কান্দি ইউনিয়ন আহবায়ক রফিক খলিফা। সেনেরচর ইউনিয়ন ইউপি সদস্য ও আহবায়ক কহিনুর মেম্বারসহ জাজিরা উপজেলা কমিটির অনন্য সদস্যবৃন্দ প্রমূখ।
জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ প্রগতিশীল গণতান্ত্রিক রাজনীতি করতে জনসংযোগে করে দাবি আদায়ের নির্দেশনা দেয়। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা দূর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সাড়া দেশের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। মফস্বল পর্যায়ে জেলা উপজেলার আহ্বায়ক ও সদস্যবৃন্দরা আগামী ২৫ নভেম্বর সোমবার সকাল ৮ সময় সাড়া দেশের অহিংসরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে অহিংসদের আহবান জানান ।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর দাবি বিনা সুদে বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহনের জন্য আহবান জানালেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আ.ব.ম. মোস্তফা আমীন এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: ভাসার আমীন বীরমুক্তি যোদ্ধাসহ কোষাধ্যক্ষ জালালউদ্দিন আহমদ।