জাতীয় সংবিধান দিবস ৪ নভেম্বর
স ম জিয়াউর রহমান :
৪ নভেম্বর, বাংলাদেশ সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
মুক্তিযুদ্ধকালীন যেসব মৌলিক আইনের মাধ্যমে দেশ পরিচালিত হতো, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১১ জানুয়ারি সেসব আইনকেই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে অস্থায়ী সংবিধান হিসেবে গ্রহণ করা হয়।
১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকার ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকেই হয় বাংলাদেশের সংবিধান।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশ দেন যত দ্রুত সম্ভব সংবিধানের খসড়া চূড়ান্ত করতে। সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মাত্র ১০ মাসের মধ্যে জাতিকে সংবিধান উপহার দেন বঙ্গবন্ধু। এর আগে পৃথিবীর কোনো দেশ এতো কম সময়ে সংবিধান প্রণয়ন করতে পারেনি।