দেশের মাটিতেই টেস্ট থেকে বিদায় নেবেন সাকিব, আশাবাদী শান্ত
খেলাধুলা ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের লড়াইয়ে নামার ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে দেশের ক্রিকেট উত্তাল সাকিব আল হাসান নিয়ে আলোচনায়। দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নেয়ার ইচ্ছে ছিল টাইগার অলরাউন্ডারের। কিন্তু নিরাপত্তা ঝুঁকিতে প্রোটিয়া সিরিজে সে ইচ্ছে পূরণ হচ্ছে না তার। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশাবাদী, সাকিব দেশের মাটিতে খেলেই টেস্টকে বিদায় জানাবেন।
সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন শান্ত। ছবি: সংগৃহীত
রোববার (২০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন টাইগারদের অধিনায়ক শান্ত। সেখানে উঠে আসে সাকিব প্রসঙ্গ।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন টেস্ট ক্রিকেটকে ইতি জানানোর বার্তা দিয়েছিলেন সাকিব। ইচ্ছেপ্রকাশ করেছিলেন ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে অবসর নেয়ার। শুরুতে তাকে রেখে স্কোয়াডও ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তীতে মিরপুরে সাকিব বিরোধীদের টানা বিক্ষোভে নিরাপত্তা শঙ্কায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেয়া হয়।
ফলে সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেয়ার জন্য শান্তরা যেসব পরিকল্পনা করেছিলেন, সেগুলো আর বাস্তবায়িত হচ্ছে না। তবে পরবর্তী সময়ের জন্য নিজেদের পরিকল্পনাগুলো জমা রাখতে চান তারা।
শান্ত বলেন, ‘এটা তো পরিকল্পনাতে (বিদায়ী সংবর্ধনা) ছিলই। আমার মনে হয়, বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন (সাকিব)। শুধু বাংলাদেশের বলব না, বিশ্বের সেরাদের একজন। খুবই দুর্ভাগ্যজনক, যেকোনো কারণেই হোক…হচ্ছে না (বিদায়ী সংবর্ধনা)। আমি ব্যক্তিগতভাবে অনুভব করি ও আমাদের প্রতিটি ক্রিকেটার অনুভব করে যে এটা পেন্ডিংই (স্থগিত) থেকে গেল।’
দেশের মাটিতে খেলার সুযোগ না হলে ভারতের কানপুরে খেলা ম্যাচটাই ক্যারিয়ারে শেষ টেস্ট হয়ে থাকবে সাকিবের জন্যে। অবশ্য শান্ত এমনটা মনে করছেন না। তিনি আশাবাদী, টেস্ট থেকে সাকিবের বিদায় দেশের মাটিতে খেলেই হবে।
শান্ত বলেন, ‘(সাকিব) অবসর তো নেন নাই…তাহলে তো আশা করতেই পারি (দেশে খেলে টেস্ট থেকে বিদায়)।’
মিরপুর টেস্টে সাকিব কেন খেলতে পারছেন না সে প্রসঙ্গে শান্ত বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক…এটা (সাকিবের মিরপুর টেস্ট খেলতে পারা) হওয়া উচিত ছিল। তবে আমরা সবাই জানি, কেন হয়নি। আর এখন যেই অবস্থা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সব সমাধান হয়ে যায়! চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দিবো।
মিরপুরে সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।
নিজেদের প্রস্তুতি নিয়ে শান্ত বলেন, ‘ঘরের মাঠে আমরা সবসময় ভালো করি। আমার বিশ্বাস আমাদের যে বোলিং অ্যাটাক বা ব্যাটাররা আছে আমরা যদি পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারি তাহলে ভালো টেস্ট ম্যাচই হবে। কিন্তু দুইটা দলের জন্য অনেক চ্যালেঞ্জ হবে। যে প্রতিটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলবে সেই দলটাই জিতবে। কিন্তু আমি অবশ্যই বাংলাদেশ দলকে এখানে একটু এগিয়ে রাখব।’
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।