শেখ হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানায়নি: পররাষ্ট্র মুখপাত্র
ডেস্ক রিপোর্ট
জুলাই-আগস্টের নারকীয় ও বীভৎস হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৬৪টির মতো অভিযোগ জমা পড়েছে। এরইমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। তদন্ত করছে জাতিসংঘও। গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। তাকে হাজির করতে বলা হয়েছে ১৮ নভেম্বরের মধ্যে।
শেখ হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো আবেদন করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মুখপাত্র।
তবে রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠকে এ বিষয়ে কোনো কথা হয়নি বলে জানা গেছে।
বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসানও এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানালে আমরা এ বিষয়ে পদক্ষেপ নেবো।
শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনও জানা নেই বলেও জানান তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভিসা জটিলতার বিষয়ে তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লোকবলের অভাবে ভারতীয় দূতাবাস পুরো সাপোর্ট দিতে পারছে না বলে জানিয়েছে। তবে মেডিকেল ভিসা দ্রুত ভিত্তিতে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার।