মাহাবুব তালুকদার, চিফ রিপোর্টার:
পরিবেশের ছাড়পত্র না থাকায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
০৭ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল ৪টায় উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কী গ্রামে অবস্থিত মেসার্স আর.বি.এম ব্রিকস নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল।
এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আমির হোসেন, সখিপুর থানা পুলিশসহ আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স আর.বি.এম ব্রিকস নামের এই ইটভাটার পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।
পরে সেখানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ওই ইটভাটার মালিক শাহাদাত হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বলেন,পরিবেশের ছাড়পত্র না থাকায় ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।