সোমবার সাত কলেজের অধ্যক্ষদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সাথে সম্মানজনক সেপারেশনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়”।
বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সাথে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই সাথে বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেয়ার সিদ্ধান্তও হয় বৈঠকে।
পরবর্তীতে ওই সাত কলেজের শিক্ষা কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালনারও সুপারিশ করা হয় সোমবারের সভায়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ করবে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটি।
একই সাথে বর্তমানে যে সব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল হবে এবং শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে।
আলাদা করা হলেও এসব কলেজ আলাদা বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে কি না অথবা কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে, সেসব বিষয় পরিষ্কার করা হয়নি।