শরীয়তপুরের জমি সংক্রান্ত দ্বন্দ্বে , শিক্ষার্থী ও বৃদ্ধ সহ আহত তিন। শরীয়তপুরের জাজিরা পৌরসভা আহাদ্দী বয়াতী কান্দি জমি সংক্রান্ত জেরধরে সংঘাত সংঘটিত হয়। এতে উভয় পক্ষের তিন জন আহত হয়। এ বিষয়ে জাজিরা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে (২ ফেব্রুয়ারি) হাবিব জমাদাদ্দার এর বোন সেলিনা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে জাজিরা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ের জেরে দীর্ঘ দিন যাবত উভয় পক্ষের মধ্যে বিরোধ চলিয়া আসিতেছিল তারি জেরেধরে গত শনিবার ০১. ফেব্রুয়ারি দুপুরে দেড়টা সময় মারামারি সংঘটিত হয় এতে উভয়ে পক্ষের তিন জন আহত।
এ ঘটনার বিষয়ে হাবিব জমাদ্দারের সাথে মুঠোফোনের মাধ্যমে তথ্য চাইলে তিনি বলেন, আমার বাবা নুরুল ইসলাম জমাদ্দার আমাদের জমিতে লাউ গাছের জাঙ্গলা দিতে গেলে নাসির জমাদ্দার, সোনামিয়া, জসিম জমাদ্দার জোর পূর্বক আমার বাবা কে বাধা প্রদান করে এ বিষয় নিয়ে তর্কাতর্কি হলে তারাসহ জসিম জমাদ্দারের ছেলে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার বাবাকে কুপিয়ে আহত করে। আমি আমার বাবাকে বাঁচাতে গেলে আমাকেও তারা আঘাত করে তখন আমি আমার বাবাকে উদ্ধার করে জাজিরা হাসপাতালে আনিলে আমার বাবার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত ডাঃ আমার বাবাকে ঢাকা মেডিকেল রেফার করেন।বর্তমানে আমার বাবাকে নিয়ে ঢাকা মেডিকেলে রয়েছি আমার বাবার অবস্থা আশঙ্কাজনক।
এসময় হামলায় একজন শিক্ষার্থী ও আহত হয় । হামলার বিষয়ে আহত শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি একটি মামলার স্বাক্ষী দেওয়ার জন্য হাবিব জমাদ্দার ও তার বোন জামাই আমার উপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে আহত করে। হামলার সময় আমি নিরাপত্তার জন্য এলাকার সাবেক কাউন্সিলরের বাড়ীতে লুকাতে গেলে সেখান থেকে আমাকে ধরে এনে বেদম মারধর করা হয়। এসময় আমাকে বাঁচাতে আমার মামারা আসলে তাদের উপরও হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগীতায় আমাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আমাকে চিকিৎসার জন্য ভর্তি রাখেন।
এ বিষয়ে শিক্ষার্থীর মামা ও মামলার বাদী নাসির জমাদ্দার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি নিয়ে হাবিব জমাদ্দার এর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলিয়া আসিতেছে এর মধ্যে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা চাদাবাজির মামলা হয়েছে আমার ভাগ্নী পুলিশ কে স্বাক্ষী দেওয়ার কারনে ওরা আমার ভাগ্নীকে মেরে ফেলতে চেয়েছিল। আমি হাবিব জমাদ্দারসহ হামলাকারীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছি আমি তাদের কঠিন বিচার চাই।
এ বিষয়ে মামলার বাদী বৃদ্ধের মেয়ে সেলিনা বেগম বলেন ওরা আমার বাবাকে জমির সংক্রান্ত জেরে কোপাইয়া ফেরে ফেলতে চেয়েছে। আমি ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি আমি তাদের কঠিন শাস্তি দাবি করছি।
এবিষয়ে জাজিরা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুস সালাম বলেন, আমরা উভয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।