জোরপূর্বক এতিম ওয়ারিসগণের জমি না দিয়ে ফসলি জমিনের মাটি কেটে নিচ্ছে ভূমিদস্যু শাহীন শিকদার ও তার সন্ত্রাসীমহল,
শরীয়তপুর জাজিরা সদর ইউনিয়ন এর ভানুমুন্সী কান্দী ৫০ নাং মৌজার B.R.S ২৫০ নং খতিয়ান যাঁহার দাগ নং ৩০২/৪০৬ জমির পরিমাণ ৩৬ শতাংশ এই জমির রেকর্ড সূত্র মূল মালিক অহেদ আলী মোল্লা তার ওয়ারিশের সুত্রে তিন পুত্র এক কন্যার জমি জোরপূর্বক মাটি কেটে নিচ্ছে বেকু দিয়ে এ সময় ওয়ারিশগণ বাধা দিতে গেলে তাদেরকে মেরে গুম করে ফেলার হুমকি দেন শাহিন শিকদার ও তার লোকজন।
ভূমিদস্যু মহলের সদস্যরা হচ্ছে সাবেক আওয়ামী লীগ ও বর্তমান বিএনপি নেতা শাহীন শিকদার (৪৫) বড়কান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আতাহার মোল্লা (৫০) দবির শিকদার (৪৫) জাহাঙ্গীর শিকদার (৪০) আলী মোড়ল (৫০) সাবেক ইউপি মেম্বার বাদশা মুন্সির ছোট ছেলে শান্ত মুন্সি (২৩) উক্ত জমি অন্য ওয়ারিশ মোতালেব মোল্লা (৬৩) পিতা আরশেদ আলী মোল্লা সহ আরো বেশ কয়েকজন ওয়ারিশগনদের অকথ্য ভাষায় গালাগালি এবং একপর্যায়ে মারধর করে জমি থেকে সরে যেতে বাধ্য করেন।
এঘটনায় ভুক্তভোগী ওয়ারিশগণ ভিতুগ্রস্ত হয়ে প্রশাসনের আশ্রয় কামনা করছেন এবং সন্ত্রাসী কায়দায় ভূমিদস্যরা যেন আর কোন ফসিল জমির মাটি কেঁটে নিতে না পারে, এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।