
বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের আহ্বান নরেন্দ্র মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নয়াদিল্লি যুদ্ধ নয়, কূটনীতি ও সংলাপ সমর্থন করে। পশ্চিম এশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাতের মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারেরও আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। খবর ইন্ডিয়া টুডের।
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে বক্তৃতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে অর্থায়ন বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বুধবার (২৩ অক্টোবর) রাশিয়ার কাজানে ১৬ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়ার সময় এই আহ্বান জানান নরেন্দ্র মোদি। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থায়ন ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী সহযোগিতারও আহ্বান জানান তিনি।
মোদি বলেন, ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অর্থায়নের বিরুদ্ধে লড়াই করতে, আমাদের অবশ্যই সংকল্প এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই ধরনের গুরুতর ইস্যুতে দ্বৈত অবস্থানের (ডাবল স্ট্যান্ডার্ড) কোন জায়গা নেই। দেশে দেশে তরুণদের মধ্যে মৌলবাদ প্রতিরোধে আমাদের সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে।’
নরেন্দ্র মোদি ১৬ তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সবকটি অধিবেশনেই অংশ নেবেন। বুধবার (২৩ অক্টোবর) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। এটি হবে পাঁচ বছরের মধ্যে এই দুই নেতার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
ব্রিকস শীর্ষ সম্মেলনে বক্তৃতায়, প্রধানমন্ত্রী মোদি মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা এবং সাইবার হুমকির মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
মুদ্রাস্ফীতি রোধ করা এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা এবং পানি নিরাপত্তা নিশ্চিত করা বিশ্বের সব দেশের জন্য অগ্রাধিকারের বিষয় বলে জানান মোদি। ব্রিকস অংশীদারদের বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের জন্য সম্মিলিতভাবে আওয়াজ তোলারও আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ব্রিকস সদস্য দেশগুলোকে অবশ্যই নিরাপদ এবং সুরক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সাইবার নিরাপত্তার বিধিবিধান মেনে চলতে হবে।
ব্রিকস জোটের সদস্য দেশ ১০টি। এগুলো হলো চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।