চিফ রিপোর্টার:
শরীয়তপুরের ভেদরগঞ্জে ডাকাত সন্দেহে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার ২০ মার্চ দিবাগত রাত ১১ টায় উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত মাদক সেবী ও ব্যাবসায়ীকে ভেদরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে একটি বিস্ফোরক আইনে মামলা দিয়ে তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়।
জনতার হাতে আটক হওয়া রায়হান সরদার রবিন, ছয়গাঁও ইউনিয়নের পূর্ব লাকাত্তা ৪নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয়গাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে রায়হান সরদার রবিন, মাদক বিক্রি ও নিজে মাদক সেবন করে। তার বাড়ির আসে-পাসে দিন-রাত মাদকক্রেতা ও সেবীদের আনাগোনা থাকে। এ কারণে এলাকার উঠতি বয়সী শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়ে পড়ছে। তার কর্মকাণ্ডে এলাকার সবাই অতিষ্ঠ ছিল। গতকাল রাতে এক বসত বাড়ির পাশে বসে ইয়াবা সেবন করছিল। পরে স্থানীয়দের ডাক চিৎকারে মসজিদের মাইকে ডাকাত এসেছে মাইকিং করে। পরে এলাকাবাসী ধাওয়া করলে বিকট শব্দে বোমা ফাটিয়ে তার বাড়িতে গিয়ে আত্মগোপনে ছিলেন। পরে স্থানীয়রা তাকে ডাকাত সন্দেহে আটক করে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, গতকাল রাতে এলাকাবাসী তাকে ডাকাত সন্দেহে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে সে একটি ককটেল বোমা ফাটানোর খবর শুনা গেছে। তাই তাকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে।