মানিকগঞ্জ জেলা ঢাকা আরিচা মহাসড়কে নেই যানচলাচলের ব্যস্তা, আগের বছর গুলিতে ঈদ আসেল ব্যস্ত হয়ে উঠতো ঢাকা আরিচা মহাসড়ক, কিন্তু এই বছর যেন ভিন্ন রূপ ঈদ বাড়ি মানুষ যেন আনন্দ নিয়ে বাড়ি ফিরছে, কোথাও নেই যানচলাচলের ভির,সভা ভাবিক ভাবেই গাড়ি চলছে, সাধারণ মানুষের মাঝে যেন শান্তি পূর্ণ ভাবে ঈদ যাত্রা করছে,
গতো বছর গুলিতে বারতি ভাড়া দিয়েও যাতায়াতে যে বিরামবণা দেখাগেছে এই ঈদকে ঘিরে যাতায়াতের তেমন বিরামবণা দেখা যায় না এবং বারতি ভাড়া ও নাই
ঢাকা আরিচা মহাসড়ক দক্ষিণ জেলা গুলি যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।
আরিচা , পাটুরিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায় যানবাহনে তেমন কোন চাপনেই,
অল্প পরিসরে পরিবহন নিয়ে চলাচল করে,
আরিচা ঘাটের আনসার বাহিনীর কর্মরত এক
কর্মীর সাথে কথা বলে জানা গেলো, আজ সকাল থেকে তেমন কোন গাড়ি বা যাত্রী পারাপারে কোন চাপ ছিল না, বিকালে কিছু টা হলেও, গতো বছর গুলিতে অনেক কম
৷ট্রাফিক সার্জেন্ট জহুরুল হকের সাথে কথা বললেন বিগত দিন গুলির তুলনায় এবার যাত্রী ও পরিবহনে চাপ তেমন না, সবাই খুব আনন্দ সাথে ঘরে ফিরছে।
কিছু যাত্রী সাধারণ সাথে কথা বলে জানা গেলো আগের তুলনায় এবার খুব সুন্দর ভাবে পরিবহন সেবা পেয়েছেন, বারতি ভাড়া নাই, রাস্তায় তেমন যানবাহনের চাপ নাই, খুব আনন্দের সাথে বাড়ি চলছি,