৩৩ বলে রাজার সেঞ্চুরি, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের
কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে এক টি-টোয়েন্টি ম্যাচে মাত্র তিন রানের জন্য তিনশ রান করতে পারেনি ভারত। স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র একবারই তিনশ বা তার বেশি রান দেখা গিয়েছিল। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল করেছিল ৩১৪ রান। এতদিন সেটিই ছিল ক্রিকেটের এই সংস্করণে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। তবে সেই রেকর্ড অতীত। আন্তর্জাতিক তো বটেই স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের ইনিংসের মালিক এখন জিম্বাবুয়ে।
মাত্র ৪৩ বলে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সিকান্দার রাজা। অধিনায়কের ব্যাটে চড়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। ছবি: সংগৃহীত
খেলাধুলা ডেস্ক:
মাত্র ২০ ওভারে ৩৪৪ রান করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। মাত্র ৪৩ বলে ১৩৩ রানের ইনিংসে জিম্বাবুয়েকে বিশ্বরেকর্ড গড়া সংগ্রহ এনে দিয়েছেন সিকান্দার রাজা। ৭টি চার ও ১৫টি ছক্কায় বিধ্বংসী এই ইনিংস খেলেছেন রাজা।
জিম্বাবুয়ে এই বিশ্বরেকর্ড গড়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিয়নের বাছাই পর্বের ম্যাচে। নাইরোবিতে গ্রুপ বি'র ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে। এবারের বাছাই পর্বে রান উৎসবে মেতেছে জিম্বাবুয়ে। মাত্র চার দিন আগে সিচেলিসের বিপক্ষে আরেক ম্যাচে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছিল সিকান্দার রাজারা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি নেপালের দখলে ছিল। ২০৩ এর সেপ্টেম্বরে এশিয়ান গেমসের ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছিল তারা। এই অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ২৯৭ রান করেছিল ভারত। এটিই ছিল আইসিসির কোনো পূর্নাঙ্গ সদস্য দেশের সর্বোচ্চ রানের ঘটনা। সে রেকর্ড ভেঙে দিল জিম্বাবুয়ে। এরপরেই আছে সিচেলিসের বিপক্ষে জিম্বাবুয়ের ইনিংসটি। এছাড়া ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৩ উইকেটে ২৭৮ রান করেছিল।
এদিন টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়ে। ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে তারা। তবে রান তোলার গতি আরও বাড়ে রাজা নামলে। ব্রায়ান বেনেট ৫০ রান করেন। তাদিওয়ানাসে মারুমানি মাত্র ১৯ বলে ৬২ রান করেন।
তবে সবাইকে ছাড়িয়ে গেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের অধিনায়ক মাত্র ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। ক্লাইভ মাদান্দেও অর্ধশতক হাঁকিয়েছেন।
জিম্বাবুয়ে তাদের ইনিংসে ২৭টি ছক্কা হাঁকিয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছে। ৩১৪ রান করার ম্যাচে ২৬টি ছক্কা হাঁকিয়ে রেকর্ডটি দখলে রেখেছিল নেপাল।