তুরস্কের সঙ্গে উত্তেজনার মাঝে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে ফ্রান্সের সঙ্গে ১৬টি এক্সোসেট অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে গ্রিস। সোমবার আথেন্সে একদিনের সফরে এসে গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস ডেনদিয়াসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু।
চুক্তির মোট ব্যয় কত, তা প্রকাশ করা হয়নি।
ফ্রান্স-গ্রিস প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ়
এই চুক্তির মাধ্যমে গ্রিস-ফ্রান্স সামরিক সম্পর্ক আরও মজবুত হলো। এর আগে গ্রিস ফ্রান্স থেকে ২৪টি রাফালে যুদ্ধবিমান এবং ৩টি বেলহারা-শ্রেণির ফ্রিগেট কিনেছে। চতুর্থ একটি ফ্রিগেট কেনার আলোচনাও চলছে বলে জানান ডেনদিয়াস। এছাড়াও, ফ্রান্স গ্রিসকে NH-90 সামরিক হেলিকপ্টার সরবরাহ করছে।
২০২১ সালে দুই দেশ একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে, যার আওতায় কোনো এক দেশ হামলার শিকার হলে অন্যটি তাকে সহায়তা করবে।
তুরস্কের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপট
যদিও গ্রিস এবং তুরস্ক উভয়ই ন্যাটোর সদস্য, তবে এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্যসাগরের ভূখণ্ড ও সামুদ্রিক সীমানা নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্বে লিপ্ত। একাধিকবার দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতিও তৈরি হয়েছে।
ডেনদিয়াস বলেন, “গ্রিস কাউকে হুমকি দেয় না, বরং হুমকির মুখে পড়ে।”
আধুনিক প্রযুক্তির দিকে গ্রিসের মনোযোগ
গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দশকে ২৫ বিলিয়ন ইউরো (২৭ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় করে সামরিক বাহিনীকে আধুনিকায়ন করা হবে। গ্রিস এখন উচ্চপ্রযুক্তিসম্পন্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, এবং আধুনিক কমান্ড সিস্টেমের ওপর জোর দিচ্ছে।
গ্রিক সংসদে এক বক্তৃতায় ডেনদিয়াস বলেন, "আমরা প্রচলিত প্রতিরক্ষা কৌশল থেকে সরে এসে নেটওয়ার্ক-ভিত্তিক, মোবাইল এবং AI-চালিত প্রতিরক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছি।"
প্রতীকী সফর ও বার্তা
চুক্তি স্বাক্ষরের পর দুই মন্ত্রী যান ফরাসি ফ্রিগেট ‘আলসাস’-এ, যা বর্তমানে গ্রিসের প্রধান বন্দর পিরেইউসে নোঙর করা আছে। লেকোর্নু গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গেও সাক্ষাৎ করেন।
অর্থনৈতিক সংকটের সময় প্রতিরক্ষা খাতে ব্যাপক কাটছাঁটের পর, গ্রিস এখন ফ্রান্স, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে তার সামরিক শক্তি পুনর্গঠন করছে। এই এক্সোসেট ক্ষেপণাস্ত্র চুক্তি সেই কৌশলেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ।