ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী জোরপূর্বক প্রবেশ করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালের দিকে মোট ৪৮০ জনেরও বেশি বসতি স্থাপনকারী আল-আকসায় প্রবেশ করে, তারা তালমুদিক ধর্মীয় আচার পালন করে এবং "উস্কানিমূলক"ভাবে পুরো এলাকায় ঘোরাফেরা করে। তাদেরকে মুগরাবি গেট দিয়ে দলে দলে প্রবেশ করতে দেখা যায়, যা পশ্চিম প্রাচীর (ওয়েস্টার্ন ওয়াল)-এর নিকটবর্তী।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি মুসল্লিদের মসজিদে প্রবেশে নানা বিধিনিষেধ আরোপ করেছে। মুসল্লিদের পরিচয়পত্র যাচাই করা হয় এবং কিছু ব্যক্তিকে প্রবেশদ্বারে আটক করা হয় বলে জানায় ওয়াফা।
যদিও ধর্মীয় বিধিনিষেধ অনুযায়ী ইহুদি আচার-অনুষ্ঠান আল-আকসা প্রাঙ্গণে সম্পূর্ণ নিষিদ্ধ, তথাপি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রায়শই পুলিশি নিরাপত্তায় সেখানে প্রবেশ করে থাকে।
উল্লেখ্য, আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তবে এটি ইহুদিদের জন্যও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত।