ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে কাতারের ভূমিকার প্রশংসা করলেন পুতিন মস্কো,
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মস্কোতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি-র সঙ্গে বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে কাতারের "গুরুত্বপূর্ণ ও আন্তরিক প্রচেষ্টার" প্রশংসা করেছেন।
পুতিন বলেন,
“আজকের বৈঠকে আন্তর্জাতিক উত্তপ্ত ইস্যুগুলোর বিষয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে কাতার অত্যন্ত আন্তরিক ও জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনার অঙ্গীকার
বৈঠকে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রুশ ও কাতারি কর্মকর্তারা। কাতার পূর্বেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছে এবং যুদ্ধ চলাকালে বিচ্ছিন্ন শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন,
“বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই নেতা একটি গঠনমূলক ও গম্ভীর আলোচনা করবেন এবং বেশ কয়েকটি চুক্তিতে সই হওয়ার সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও বলেন,
“আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে কাতারের ভূমিকা এখন অবমূল্যায়ন করার মতো নয়। রাশিয়ার ভালো বন্ধু কাতার, এবং আমাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে বিকশিত হচ্ছে।”
আলোচনার মূল বিষয়সমূহ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আল-খুলাইফি রুশ সংবাদ সংস্থা TASS-কে জানান, পুতিন ও আমিরের আলোচনায় মূলত নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল:
ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান
সিরিয়ার পরিস্থিতি
গাজা উপত্যকার মানবিক সংকট
জ্বালানি ও এলএনজি (Liquefied Natural Gas) খাতে সহযোগিতা
প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার “রক্তপাত বন্ধ” করার অঙ্গীকার করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারেননি। মস্কো জানিয়েছে, একটি শান্তি চুক্তিতে পৌঁছানো এখনও সহজ নয়।