ছাতকের সকল ব্যবসায়ী সংগঠন, প্রশাসন, সাংবাদিক ও পৌর নাগরিকদের নিয়ে বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার বিভিন্ন ধরনের ট্যাক্স-টোল আদায়ের ব্যাপারে এবং ট্রেড লাইসেন্স প্রদান সংক্রান্ত জটিলতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ছাতক পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং ছাতক পৌরসভার সচিব শরদিন্দু রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক সেনা ক্যাম্পে প্রধান দায়িত্বরত মেজর আল জাবির। সভায় আরো বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান আকন্দ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ছাতক উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইদুর রহমান, ছাতক পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, পৌরসভার কর আদায় কারী জামাল উদ্দিন, সহকারী কর আদায়কারী শহিদুল হক মোল্লা, রতন দে। বক্তব্য রাখেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও ছাত্র সমন্বয়ক প্রতিনিধি। এ সময় ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু চৌধুরী, সহ-সভাপতি হাজী আবুল হাসান, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শামসু মিয়া, সাধারণ সম্পাদক আমির আলী, কোষাধ্যক্ষ বাদশা মিয়া, ছাতক ক্ষুদ্র বালু সমবায় সমিতির সভাপতি হাজি আব্দুস ছাত্তার, সদস্য শামছু মিয়া, শাহপরান ইঞ্জিন চালিত নৌকা মালিক সমিতির সভাপতি, সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, পৌরসভার ইজারাদার ইকবাল হোসেনসহ বিভিন্ন টোল-ট্যাক্স আদায় কারী ইজারাদারদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।