
ইরানে হামলার পরিকল্পনা কি এবার বাতিল করল ইসরাইল?
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির ভূখণ্ডে পাল্টা হামলার চালানোর লক্ষ্যে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ছক কষছে ইসরাইল। তবে সব প্রস্তুতি সম্পন্ন করেও হামলার পরিকল্পনা আপাতত মুলতবি করেছে বলে জানা যাচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক
গাজা ও লেবাননে সামরিক আগ্রাসনের জবাবে গত ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ছবি: রয়টার্স
ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য সংবেদনশীল সামরিক তথ্য ফাঁসের কারণে ইসরাইল ইরানে তার পাল্টা হামলার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।
গাজা ও লেবাননে ইসরাইলি সামরিক আগ্রাসন, ইসরাইলি হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও ইরানি কমান্ডার হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
বড় ধরনের ওই হামলায় ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কেউ হতাহত না হলেও বেশ ক্ষয়ক্ষতি হয়। ইসরাইল হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয় এবং পরিকল্পনা শুরু করে।
কিন্তু এর মধ্যে গত সপ্তাহে হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে কিছু গোয়েন্দা নথি ফাঁস হয়ে যায়। নথিগুলো মূলত ইরানের সাম্প্রতিক হামলার প্রতিশোধ নেয়ার বিষয়ে ইসরাইলের পরিকল্পনা সম্পর্কিত। অতি গোপনীয় এই গোয়েন্দা নথি অনলাইনে কীভাবে ফাঁস হলো, গত কয়েকদিন ধরে তা উদ্ঘাটন করার চেষ্টা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা।
১৫ ও ১৬ অক্টোবরের তারিখ দেয়া নথিগুলো গত ১৮ অক্টোবর ফাঁস হয়। ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বিষয়টি জানাজানি হয়। এতে ইরানে ইসরাইলের হামলা পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন উঠে এসেছে। স্যাটেলাইটে ধারণকৃত দৃশ্য ও অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন।
নথিতে বিশেষত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এর একটি ‘গোল্ডেন হরাইজন’ এবং অন্যটি ‘রকস’ নামে পরিচিত। রকস হল একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা তৈরি করেছে ইসরাইলি প্রতিষ্ঠান রাফাল। মাটির ওপর ও নিচের লক্ষ্যবস্তুতে আঘাত হানার উপযোগী করে তৈরি করা হয়েছে এটি।
গোল্ডেন হরাইজন বলতে বোঝানো হয়েছে ব্লু স্প্যারো ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে। এটির পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার (১ হাজার ২৪০ মাইল)। দ্য টাইমসের প্রতিবেদন মতে, ইসরাইল এখন এটা ভেবে উদ্বিগ্ন যে, ফাঁস হওয়া নথি থেকে ইরান আক্রমণের নির্দিষ্ট ধরন আগেভাগে জেনে যেতে পারে।
তেল আবিব এখন আগের পরিকল্পনা বাতিল করে নতুন বিকল্প পরিকল্পনা তৈরি করছে। ইসরাইলি কর্মকাণ্ড নিয়ে জানাশোনা আছে এমন একটি গোয়েন্দা সূত্র দ্য টাইমসকে জানিয়েছে, মার্কিন নথি ফাঁসের কারণে কিছু কৌশল ও সাজসরঞ্জামে পরিবর্তন আনার প্রয়োজন হচ্ছে। এ কারণে আক্রমণে বিলম্বিত করা হয়েছে।’ ওই সূত্র আরও বলেছে, ‘প্রতিশোধ নেয়া হবে। তবে এতে যতটা সময় লাগার কথা তার চেয়ে বেশি সময় নিচ্ছে।’