রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ইউক্রেনে ৩০ ঘণ্টার একতরফা ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, ইউক্রেন দাবি করেছে—রুশ বাহিনী এখনো ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে হামলা চালাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স (পূর্বে টুইটার)-এ এক বিবৃতিতে জানান, পুতিনের ঘোষণার কিছুক্ষণ পরেই ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তিনি বলেন, “এই মুহূর্তে ইউক্রেনজুড়ে বিমান সতর্কতা জারি রয়েছে। আমাদের আকাশে শাহীদ ড্রোন উড়ে বেড়াচ্ছে, যা প্রমাণ করে পুতিনের প্রকৃত মনোভাব—ইস্টার এবং মানবজীবনের প্রতি তার কোনো সম্মান নেই।”
রুশ পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা (মস্কো সময়) থেকে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হবে। এই ঘোষণা রুশ জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে পুতিনের বৈঠকের পর আসে। পুতিন ইউক্রেনকে এই যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানান এবং বলেন, কিয়েভ যদি সদিচ্ছা দেখায়, তবে এটি মানবিকতার উদাহরণ হবে।
তবে রুশ সেনাদেরও সতর্ক করে পুতিন বলেন, যুদ্ধবিরতির সময় ইউক্রেনীয় বাহিনী যদি হামলা চালায়, তাহলে প্রতিউত্তর দিতে হবে।
ইউক্রেনের পাল্টা প্রতিক্রিয়া
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ি সিবিহা বলেন, “রাশিয়ার কথায় কোনো বিশ্বাস নেই। অতীতে বহুবার দেখা গেছে, তাদের কথার সঙ্গে কাজের মিল নেই।” তিনি আরও বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি।”
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের কর্মকর্তা আন্দ্রিয় কোভালেঙ্কোও জানান, রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দিলেও বাস্তবে তারা ইউক্রেনের বিভিন্ন শহরে আগের মতোই গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।
“রাশিয়ানরা সব ফ্রন্টেই হামলা চালাচ্ছে। পূর্বাঞ্চলে গোলাবর্ষণ সবচেয়ে তীব্র। পুতিনের কথিত যুদ্ধবিরতির ফলশ্রুতি—শূন্য,” লিখেছেন কোভালেঙ্কো।
সম্মুখসারির সৈন্যদের মধ্যে সন্দেহ
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রন্টলাইনে থাকা ইউক্রেনীয় সৈন্যরাও এই যুদ্ধবিরতির ঘোষণায় সন্দেহ প্রকাশ করেছেন।
একজন সৈন্য এএফপিকে বলেন, “আমি মনে করি পুতিন একজন নিষ্ঠুর খুনি। সে হয়তো মানবিকতা দেখানোর জন্য এই ধরনের ঘোষণা দিয়েছে। তবে আমরা জানি, এই ৩০ ঘণ্টা কোনো পরিবর্তন আনবে না। ওকে বিশ্বাস করা যায় না।”
সারসংক্ষেপ:
পুতিন ইউক্রেনে ৩০ ঘণ্টার ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দেন
ইউক্রেনের দাবি: রাশিয়া এখনো ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে আক্রমণ চালাচ্ছে
কিয়েভ: “রাশিয়ার কথায় নয়, কাজে বিশ্বাস করি”
পূর্বাঞ্চলে চলছে সবচেয়ে ভারী গোলাবর্ষণ
যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে ব্যাপক সন্দেহ
আন্তর্জাতিক মহলে এই ঘোষণাকে কৌশলগত প্রপাগান্ডা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। ইউক্রেন বলছে, এই যুদ্ধবিরতি শুধুই “মানবিকতার মুখোশ।”