রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি আগামী ২৩ এপ্রিল চীন সফরে যাচ্ছেন। এই সফর অনুষ্ঠিত হচ্ছে চীনের আমন্ত্রণে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় মঙ্গলবার এ তথ্য জানায়।
এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তপ্ত ইস্যু নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, “এই সফর ইরান ও চীনের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এর আগে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে, আরাগচি চীন সফরে যাচ্ছেন। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা পারমাণবিক আলোচনা আগামী শনিবার ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত সপ্তাহে মস্কো সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “পারমাণবিক ইস্যুতে তেহরান সবসময়ই তার বন্ধু রাষ্ট্র রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করে চলে।”
বিশ্লেষকরা মনে করছেন, চীন সফরের মাধ্যমে তেহরান আসন্ন আলোচনার আগে তার মিত্র রাষ্ট্রগুলোর সমর্থন নিশ্চিত করতে চাচ্ছে। একইসঙ্গে এটি ইঙ্গিত দেয় যে, পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর প্রক্রিয়ায় আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।