
(আইএসপিআর): উত্তর ওয়াজিরিস্তান জেলায় (NWD) নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযানে গত তিন দিনে অন্তত ৭১ জন ‘খারিজি’ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (ISPR) সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায়।
২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে ৫৪ জন সশস্ত্র জঙ্গি নিহত হওয়ার পর, ২৭ এপ্রিল রাত থেকে ২৮ এপ্রিল ভোর পর্যন্ত হাসান খেলের আশপাশে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বরাবর একটি সুপরিকল্পিত অভিযান চালানো হয়। এই অভিযানে আরও ১৭ জন জঙ্গিকে ‘ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত’ বলে উল্লেখ করে তাদের হত্যা করা হয়েছে বলে জানায় আইএসপিআর।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর-এর ভাষ্য অনুযায়ী, “এই সন্ত্রাসবিরোধী অভিযানে তিন দিনে নিহত খারিজিদের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে। পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতিকে ব্যাহত করার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।”
এই অভিযানকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলেও সামরিক সূত্র জানিয়েছে।