
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
ভোটাধিকার, গণতন্ত্র এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে শরীয়তপুরের সখিপুরে গণসমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার দুপুরে থানার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।
কর্মসূচির অংশ হিসেবে সখিপুর বাজার, উত্তর তাড়াবুনিয়া ও আশপাশের এলাকায় হেঁটে হেঁটে লিফলেট বিতরণ করেন নেতারা। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।
গণসমাবেশে বক্তব্য রাখেন নুরুল হক নুর সভাপতি, গণঅধিকার পরিষদ ও সাবেক ভিপি, ডাকসু তিনি বলেন, “দেশে এখন যে পরিস্থিতি চলছে, সেখানে মানুষ তাদের মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছে। ভোটাধিকার শুধু কাগজে-কলমে আছে। গণঅধিকার পরিষদ জনগণের পাশে থেকে সেই অধিকার পুনরুদ্ধারে কাজ করছে।”
সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “একদলীয় শাসনের বিরুদ্ধে আমরা মাঠে আছি। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই আমরা গণতন্ত্রের আন্দোলন এগিয়ে নিতে চাই।”
সভাপতিত্ব করেন জনাব আখতারুজ্জামান সম্রাট মাঝি সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক হাসান দলীয় মুখপাত্র ও উচ্চতর পরিষদ সদস্য, হাসান আল মামুন, এ্যাড. ফিরোজ আহমেদ মুন্সি, ডা: শাহজালাল সাজু,বীন ইয়ামিন মোল্লা, নাজমুল হাসান, মাহমুদ পারভেজ, ওবাইদুল হোসেন শুভ, শাকিল সিকদার তারা বলেন, সরকারের দমন-পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে গণঅধিকার পরিষদের লড়াই অব্যাহত থাকবে।
পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয়দের মধ্যে গণসংযোগ কর্মসূচি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।