ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. Global News
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-বিচার
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. কৃষি-সংবাদ
  10. খেলা-ধুলা
  11. জাতীয়
  12. জীবনযাত্রা
  13. ধর্ম
  14. প্রবাস প্রযুক্তি
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো যাবে না: ডা. ফরহাদ হালিম ডোনার

GlobalNation
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব তালুকদার, চিফ রিপোর্টার:

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো যাবে না। আর অবশ্যই জাতীয় নির্বাচন আগে, স্থানীয় নির্বাচন পরে হতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে ছিলেন। আর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার প্রবর্তন করেন। সুতরাং বিএনপিই সংস্কার করে।

এজন্য যতবার এদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে; ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। একারণে নির্বাচনও হবে একই সাথে পতিত স্বৈরাচারের বিচারও হতে হবে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দ্রুত একটি নির্বাচন দিন। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ছিল শেখ হাসিনা। তাই আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে শরীয়তপুর পৌরসভা মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী শ্রমিকদলের শরীয়তপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্বী এম.এ কাইয়ুম চুন্নু মুন্সীর নেতৃত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরদার বাদশার পরিচালনায়একটি বিশাল মিছিল সমাবেশ স্থলে যোগদেয়। পরে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ন হয়ে যায়।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরন এবং সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু’র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা।

In addition to creating news on this site, we collect news from various news sites and publish it with relevant sources. Therefore, if you have any objections or complaints about any news, you are requested to contact the authorities of the relevant news site. It is illegal to use news, photographs, audio and video from this site without permission.