
মাদারীপুরের কালকিনি পৌরসভার ২৯তম বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চলতি অর্থবছরের মোট আয় ও ব্যয় তুলে ধরা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে পৌরসভার মেয়রের অফিস কক্ষে এ বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ উল আরেফিন।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫২ কোটি ২৫ লক্ষ ৭০ হাজার টাকা, এবং মোট ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৭ লক্ষ ১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ১৮ লাখ ৬৮ হাজার ৩৪ টাকা উদ্বৃত্ত (প্রত্যাশিত আয়) দেখানো হয়েছে।
পরে বাজেটের বিস্তারিত উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা রণজিৎ কুমার সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম. সোহেল রানা, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, পৌর প্রকৌশলী রাকিব হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী প্রকৌশলী মো. হোসাইন শেখ ও মো. লিটন হোসাইন, স্যানেটারি ইন্সপেক্টর মুকাদ্দেস হোসেন, অফিস সহকারী ইসরাইল সরদার, পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।