ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. Global News
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-বিচার
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. কৃষি-সংবাদ
  10. খেলা-ধুলা
  11. জাতীয়
  12. জীবনযাত্রা
  13. ধর্ম
  14. প্রবাস প্রযুক্তি
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

১৪ দিনের আধ্যাত্মিক কোর্সে প্রশান্তিও নৈকট্যের অভিজ্ঞতা

শোয়েব হোসেন : ভ্রাম্যমান প্রতিনিধ লাগে
জুলাই ১২, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

খানকায়ে আহমদিয়ার আয়োজনে পরিচালিত ১৪ দিনব্যাপী ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে কোর্সটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই কোর্সে দেশ-বিদেশের আত্মসংশোধনপ্রত্যাশী অংশগ্রহণকারীরা গভীর মনোযোগ ও আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর নূরের আলোয় কাশফ, ইলহাম এবং আত্মিক উন্নতির অভাবনীয় অভিজ্ঞতা অর্জন করেন।

খানকায়ে আহমদিয়ার পরিচালক, শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী (হাফিজাহুল্লাহ), যিনি বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড ঢাকা মহানগরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন, তিনি কোর্স-পরবর্তী এক মূল্যবান বক্তব্যে বলেন—

“আমরা এই কোর্সে যা কিছু শেখাতে চেয়েছি, আলহামদুলিল্লাহ, প্রতিটি অংশগ্রহণকারী তা হৃদয়ে ধারণ করেছেন। অন্তরে আল্লাহর নূর প্রতিষ্ঠিত হলে তবেই একজন ব্যক্তি কাশফ ও ইলহামের স্তরে পৌঁছতে পারেন। এটা শুধুই জ্ঞানের বিষয় নয়, বরং অন্তরের আমল ও হাল সংশোধনের একটি পবিত্র পথ।”

এই আধ্যাত্মিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ইসলামী তাসাউফের উচ্চতর স্তরে উপনীত হয়ে অন্তরের প্রশান্তি, আল্লাহর নৈকট্য এবং আত্মিক বাস্তবতার এক নতুন জগতে প্রবেশ করেন।

২৭তম কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ২৮তম কোর্স শুরু হয়েছে এবং এতে দেশ-বিদেশের বহু নতুন সাথী ইতোমধ্যে অংশ নিয়েছেন। একইসাথে, শিগগিরই ২৯তম কোর্স শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে খানকায়ে আহমদিয়া বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে ধারাবাহিকভাবে এই আধ্যাত্মিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠান আত্মশুদ্ধি, কাশফ ও আল্লাহর নৈকট্যের পথে নিরবিচারে কাজ করে চলেছে।

📍ঠিকানা ও যোগাযোগ

প্রধান কার্যালয়: চাঁচাহার পাড়া, শাজাহানপুর, বগুড়া
শাখা অফিস: মোহাম্মদপুর (ঢাকা), বড় টেংরা (বগুড়া), ফুলবাড়ি (দিনাজপুর), গৌরনদী (বরিশাল), খানবাড়ি (মুন্সিগঞ্জ)
ফোন: 01310966746
ওয়েবসাইট: www.khankaeahmadia.com

In addition to creating news on this site, we collect news from various news sites and publish it with relevant sources. Therefore, if you have any objections or complaints about any news, you are requested to contact the authorities of the relevant news site. It is illegal to use news, photographs, audio and video from this site without permission.