
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, শুধুমাত্র শরীয়তপুর আর নড়িয়া নয়, যে পরিবর্তনের জন্য সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছি, সেটার বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তর পথচলা থাকবে। আজকে আওয়ামী লীগের প্রতি যেই কর্মকান্ডের কারণে যেই চাঁদাবাজী, রাহাজানি, মানুষের ওপর নির্যাতন, নিপিড়নের কারণে আওয়ামী লীগের যে নির্মম, নিষ্ঠুন পতন হয়েছে। সেই একই কাজ, যেন আমাদের মধ্যে খুঁজে না পায়। আওয়ামী লীগের পতন হয়েছে, এই এলাকারও বড় নেতা ছিল, তারা লন্ডনে-দিল্লিতে পালিয়ে গেছে। তারা সেখানে মৌজ মাস্তিতে করতেছে। আর যারা কর্মী ছিলো, তারা চরে চরে পালিয়ে পালিয়ে বেড়ায়। আওয়ামী লীগ এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক পরিণত হয়েছে। আওয়ামীলীগ একটি মরা লাশ, এই লাশ নিয়ে কেউ বেশি টানাটানি করবেন না।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার ঈদগাঁহ মাঠে স্থানীয় গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের ভাইরা আন্দোলনে নির্যাতিত হয়েছে। আসুন আমরা সুযোগ এসেছে, আগামীতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা গনঅধিকার পরিষদ তরুন যুব নেতৃত্বে আগামী বাংলাদেশ নির্মানের জন্য কাজ করছে। আর আমাদের এখন একটি কাজ তা হচ্ছে আওয়ামী লীগ নামের লাশটি পচে যেন গন্ধ না ছড়ায় তার জন্য দ্রুত আওয়ামী লীগকে দাফন করা। আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না। তবে যে আওয়ামী লীগ মানুষের ক্ষতি করে নাই তাদের ওপর নির্যাতন করা যাবে না।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই সরকারের কোনো বিরোধী দল নাই। আমরা কেউ সরকার বিরোধী না। সকলে মিলেমিশেই আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে কাজ করছি।
আওয়ামী লীগ রাজনৈতিক দলটির প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বলেন, আমরা আলাপ-আলোচনা যখন বসেছি বারবার দাবি জানিয়েছি অনতিবিলম্বে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলোকে সন্ত্রাসী ও গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেন। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগও নিষিদ্ধ হবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন, গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ মুন্সী৷ বক্তব্য রাখেন, জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডা. শাহজালাল সাজু।
সভাপতিত্ব করেন,ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট মাঝি।
এতে গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে শরীয়তপুর ২ আসন নড়িয়া – সখিপুরে এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝিকে পরিচয় করিয়ে দেন ভিপি নুর।