
ইরানে হামলায় আকাশসীমা লঙ্ঘন করায় জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে ইরাকের অভিযোগ
ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে বিমান হামলা চালানোয় ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে বাগদাদ। ইরাকি সরকারের মুখপাত্রের বরাতে সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসরাইলি বিমান হামলার পর তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় অভিযোগ করে সংবাদ প্রকাশ করেন একথা জানায় তেহরান । ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
কয়েক মাস ধরেই গাজা ও লেবাননে আগ্রাসনের সূত্র ধরে যুদ্ধে জড়িয়েছে ইসরাইল ও ইরান। চলতি মাসের ১ তারিখে ইসরাইলে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। যদিও এর বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে তেল আবিব।
ইরানের এ হামলার প্রতিবাদে দেশটির সামরিক ঘাঁটি লক্ষ্য করে গত শনিবার (২৬ অক্টোবর) বিমান হামলা চালায় ইসরাইল। এতে চারজন ইরানি সেনা নিহত হন। এছাড়াও ‘খুব সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে ইরানি প্রতিরক্ষা বাহিনী।
এদিকে, ইসরাইলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দাবি করেছে জাতিসংঘে ইরানের শান্তিরক্ষা মিশন। যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত ইরাকের আকাশপথ দিয়ে ইরানের ওপর বিমান হামলা চালানোর অভিযোগ দেশটির।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দাবিতে বলা হয়, ইরানের সীমান্ত থেকে প্রায় ৭০ মাইল দূরে মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইরাকি আকাশসীমা থেকে ইরানের বেশ কয়েকটি সামরিক ও রাডার সাইট আক্রমণ করেছে তেল আবিবের যুদ্ধবিমান।
একই অভিযোগ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভি। তিনি বলেন, ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইল যুদ্ধবিমান। ইসরাইলের এমন আচরণকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন তিনি।
এক বিবৃতিতে মৌসাভি বলেন, ইসরাইলের বিমান বাহিনী ইরাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সামরিক বাহিনী নিয়ন্ত্রিত আকাশপথ ব্যবহার করে ইরানের সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের এক-পঞ্চমাংশের সমান।