
লেবাননে ইসরাইলি হামলায় প্রতিদিন ২ শিশুর মৃত্যু
সেভ দ্য চিলড্রেন, লেবাননে গত মাস থেকে ইসরাইল হামলা জোরদার করার পর এ পর্যন্ত ১০০টিরও বেশি শিশু নিহত হয়েছে। সে হিসাবে দেখা যাচ্ছে, দেশটিতে প্রতিদিন ইসরাইলি হামলায় গড়ে দুটি শিশুর মৃত্যু হচ্ছে।
লেবানন থেকে হেঁটে শিশুদের নিয়ে সিরিয়া পালিয়ে যাচ্ছেন এক নারী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক
শিশুদের নিয়ে কাজ করা যুক্তরাজ্য-ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন এ তথ্য দিয়েছে। খবর আলজাজিরার।
সেভ দ্য চিলড্রেনের লেবাননের ডিরেক্টর জেনিফার মুরহেড বলেন, আমরা একটি মানবিক সংকটে নিমজ্জিত হচ্ছি। যার সব প্রথমে রয়েছে শিশুদের সংকট। গাজায় এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে যা দেখেছি সেই একই প্যাটার্ন লেবাননে দেখতে শুরু করেছি। শিশুসহ বেসামরিক নগরিকদের ব্যাপক হতাহতের ঘটনা, কর্তব্যরত অবস্থায় স্বাস্থ্যকর্মী নিহত, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অর্ধশতাধিক হামলা, জাতিসংঘের স্থাপনায় হামলা হয়েছে এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
জেনিফার আরও বলেন, সংঘাত যত দীর্ঘ হবে, শিশুদের জন্য স্বাভাবিকতার অনুভূতি ফিরে পাওয়া তত বেশি চ্যালেঞ্জিং হবে। ১০টি সরকারি স্কুলের মধ্যে ৬টি বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে পুনর্নির্মাণ করা হয়েছে। শিক্ষাবর্ষের শুরুর তারিখ ৪ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। যা আর দীর্ঘ হতে পারে।
তিনি বলেন, প্রতিদিন শ্রেণিকক্ষ থেকে দূরে থাকা শিশুদের দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রমবর্ধমান হুমকিস্বরূপ। আইন অনুসারে, শিশুদেরকে যুদ্ধের সময় অবশ্যই সুরক্ষিত থাকতে হবে। আমাদের এখন জরুরিভাবে যুদ্ধবিরতি দরকার।
উল্লেখ্য, লেবাননে আগ্রাসন আরও জোরদার করেছে ইসরাইলি বাহিনী। স্থল অভিযানের পাশাপাশি চালানো হচ্ছে বিমান হামলাও। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন।