
গাজায় এক বছরে নিহত ৪৩ হাজার ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে গাজায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। আর আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।
ইসরাইলি হামলায় মাটির সঙ্গে মিশে গেছে গাজার অধিকাংশ ঘরবাড়ি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক
গতকাল সোমবার (২৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাটিতে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৩ হাজার ২০ জন মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১ লাখ ১ হাজার ১১০ জন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এরমধ্যে গত ৪৮ ঘণ্টায় ৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ২৭৭ জন।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এ হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের অধিকাংশই নারী ও শিশু।
এক বছরেরও বেশি সময় ধরে চলা এ ইসরাইলি বর্বরতা বন্ধের লক্ষ্যে কাজ করছে বেশ কয়েকটি দেশ। সবশেষ রোববার রাজধানী কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, ‘আমরা কয়েকজন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে চারজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার জন্য গাজা উপত্যকায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম। তারপর ১০ দিনের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা ছিল।’
কিন্তু মিশরের এই দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলের বেশিরভাগ মন্ত্রী সমর্থন করলেও, নেতানিয়াহুর বিরোধিতায় তেল আবিব তা প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু বলেছেন, হামলার মধ্যেই আলোচনা চলবে। ইসরাইলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে এই তথ্য।