
ট্রাম্পের জয় সুইং স্টেট নর্থ ক্যারোলাইনায়
এবারের নির্বাচনের অন্যতম দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অঙ্গরাজ্যটির ১৬টি ইলেক্টোরাল ভোট গিয়েছে ট্রাম্পের ঝুলিতে।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
এক বিশেষ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এবারের নির্বাচনের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো হলো: জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন। এরমধ্যে নর্থ ক্যারোলাইনায় জয় পেলেন ট্রাম্প। এছাড়া অন্য পাঁচটি অঙ্গরাজ্যেও এগিয়ে আছেন রিপাবলিকান এ প্রার্থী। আর একটিতে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা হ্যারিস।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে বিবিসি বলছে, জর্জিয়ায় এখন পর্যন্ত ৮৮ শতাংশ ভোট গণনা হয়েছে। এরমধ্যে ট্রাম্প পেয়েছেন ৫১ শতাংশ আর কমলা হ্যারিস ৪৮ দশমিক ২ শতাংশ।
এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়া। সেখানে গণনা হয়েছে ৭৩ শতাংশ ভোট। আর এতেও ৫১ দশমিক ১ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট। আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ২ শতাংশ আর কমলা ৪৮ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে আছেন।
এছাড়া অ্যারিজোনায় ৫১ শতাংশ ভোট গণনার খবর পাওয়া গেছে। এতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট আর কমলা পেয়েছেন ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট।
তবে শুধুমাত্র মিশিগানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ৩২ শতাংশ ভোট গণনার পর অঙ্গরাজ্যটিতে হ্যারিস পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট আর ট্রাম্প পেয়েছেন ৪৭ দশমিক ৪ শতাংশ ভোট।
এদিকে বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ২০৫ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।