
মার্কিন সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে রিপাবলিকানরা
মার্কিন সিনেট নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। মূল ভোট গণনা শেষ হওয়ার আগেই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দলটির প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধান তাদের জয় নিশ্চিত করছে।
মার্কিন কংগ্রেস ভবন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক
দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট এবার রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকান ইতোমধ্যে ৫১টি নিশ্চিত করেছে অন্যদিকে ডেমোক্র্যাটরা পেয়েছে ৪২ আসন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, সিনেট নির্বাচনের প্রাথমিক ফলে ৫১টি আসন রিপাবলিকান পার্টির দখলে গেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট।
প্রেসিডেন্ট নির্বাচনে আরও কয়েকটি রাজ্যে জয়ের আশা করছে রিপাবলিকানরা। ফলে সিনেটে তাদের আসন আরও বাড়তে পারে। তাই ডেমোক্র্যাটদের পক্ষে সিনেটে নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেছে এপি।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আমলে সিনেট ৫১-৪৯ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল ডেমোক্র্যাটরা। এদিকে বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৭, আর ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ২১০ ইলেকটোরাল ভোট পেয়েছেন।