ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. Global News
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-বিচার
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. কৃষি-সংবাদ
  10. খেলা-ধুলা
  11. জাতীয়
  12. জীবনযাত্রা
  13. ধর্ম
  14. প্রবাস প্রযুক্তি
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যে রেকর্ড গড়লেন ট্রাম্প

GlobalNation
নভেম্বর ৬, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যে রেকর্ড গড়লেন ট্রাম্প

কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যদিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে তিনি এমন কীর্তি গড়েছেন, যা তার আগে সম্ভব করতে পেরেছিলেন মাত্র একজন।

বড় জয় নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই দ্বিতীয় ব্যক্তি যিনি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে গিয়ে পরাজিত হওয়ার পর ফের নির্বাচনে লড়ে প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র একজনের ঝুলিতেই ছিলো এমন কৃতিত্ব। তার নাম গ্রোভার ক্লিভল্যান্ড। যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে গিয়ে পরাজিত হওয়ার পর ফের প্রেসিডেন্ট পদে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

এ বিষয়ে উইলিয়াম পিটারসন ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক লুইস পিকোনে বলেন, গ্রোভার ক্লিভল্যান্ড এবং ডোনাল্ড ট্রাম্প দুইজনই অনন্য। এই দুই সাবেক প্রেসিডেন্টই, পরবর্তীতে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে পরাজিত হওয়ার পরও, ফের বিজয়ী হয়েছেন।

তবে সাফল্য না পেলেও আমেরিকার ইতিহাসে আরও বেশ কয়েকজন প্রেসিডেন্টও, পরাজিত হওয়ার পরও ফের প্রেসিডেন্ট নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ট্রাম্প বা ক্লিভল্যান্ডের মতো ভাগ্য সহায় হয়নি তাদের।

সাবেক প্রেসিডেন্ট হিসেবে মার্টিন ভ্যান বুরেন ১৮৪৪ এবং ১৮৪৮ সালে এবং মিলার্ড ফিলমোর ১৮৫৬ সালের নির্বাচন অংশগ্রহণ করলেও জয়লাভে অসমর্থ হন তারা। তবে এই দুইজনই অবশ্য তাদের সময়ে খুব একটা জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন না।

 অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও একই চেষ্টায় ব্যর্থ হয়েছিলেন ইউলিসেস এস গ্রান্ট, টেডি রুজভেল্ট। ইউলিসেস গ্রান্ট ১৮৮০ সালে এবং ১৯১২ সালে টেডি রুজভেল্ট এই চেষ্টা করলেও তারা ব্যর্থ হন।

তবে ট্রাম্পের আগে শুধুমাত্র ক্লিভল্যান্ডই এই অসাধ্য সাধনে সমর্থ হন এবং প্রেসিডেন্ট হওয়ার পর পরাজিত হয়েও ফের হোয়াইট হাউজ পুনরুদ্ধারে সমর্থ হন। নিউইয়র্কের ডেমোক্র্যাট রাজনীতিক গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৪ সালের নির্বাচনে জয়ী হলেও ১৮৮৮ সালের নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ভোটে বেনজামিন হ্যারিসনের কাছে হেরে যান। অবশ্য জনপ্রিয় (পপুলার) ভোটে তিনিই বিজয়ী হয়েছিলেন।
তবে হেরে গেলেও দমে যাননি ক্লিভল্যান্ড, ১৮৯২ সালের নির্বাচনে বেনজামিন হ্যারিসনকে হারিয়েই ফের হোয়াইট হাউজ দখল করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে অনেকেই পরবর্তীতে রাজনৈতিক জীবনে ফিরে এসে অন্যান্য পদে দায়িত্ব পালন করেছেন, এমন ইতিহাসও রয়েছে। সাবেক প্রেসিডেন্টদের মধ্যে জেমস ম্যাডিসন এবং জেমস মুনরো উভয়ই ১৮২৯-১৮৩০ সালের ভার্জিনিয়ার কনস্টিটিউশনাল কনভেনশনে নির্বাচিত হয়েছিলেন।

সাবেক প্রেসিডেন্টদের মধ্যে পরবর্তীতে কংগ্রেস নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে শুধুমাত্র জন কুইনসি অ্যাডামের। অ্যান্ড্রু জ্যাকসনের কাছে পরাজিত হওয়ার দুই বছর পর তিনি মার্কিন কংগ্রেসে নির্বাচন করেন এবং নির্বাচিত হওয়ার মাধ্যমে ১৮৩১ থেকে ১৮৪৮ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

অন্যদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনেরও অবশ্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর মার্কিন পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয়ার রেকর্ড রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ১৮৬৮ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইমপিচমেন্টের শিকার হওয়ার পরও ১৮৭৫ সালে নিজ রাজ্য টেনেসি থেকে সিনেট নির্বাচনে জয়লাভ করেন অ্যান্ড্রু জনসন।

In addition to creating news on this site, we collect news from various news sites and publish it with relevant sources. Therefore, if you have any objections or complaints about any news, you are requested to contact the authorities of the relevant news site. It is illegal to use news, photographs, audio and video from this site without permission.
আন্তর্জাতিক সর্বশেষ